ট্রেনের ৪৯ টিকিটসহ কালোবাজারি চক্রের ২ সদস্য আটক

কিশোরগঞ্জের রেলস্টেশন এলাকা থেকে ৪৯টি আসনের অগ্রিম টিকিটসহ টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব-১৪। বুধবার (২১ ডিসেম্বর) বিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পূর্ব তারাপাশা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬) ও পশ্চিম তারাপাশা এলাকার মৃত নক্ষত্র চন্দ্র দাসের ছেলে সজীব কুমার দাস (৬০)। তারা জেলা সদরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
বুধবার রাতে জেলা র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
র্যাব সূত্র জানায়, টিকিট কালোবাজারির একটি চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকায় অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ট্রেনের টিকিট কিনে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ রেখে পরে বেশি দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। বুধবার বিকালে র্যাবের একটি আভিযানিক দল রেলস্টেশনের আশপাশে অভিযান পরিচালনা করে ট্রেনের ৪৯টি অগ্রিম টিকিটসহ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসজি
