নানা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

মাদারীপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আফিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া সদর উপজেলার পাঁচখোলা এলাকায় রহিম মাদবরের নাতনি ও মাগুরা জেলার বোয়ালখালি এলাকার আশ্রাফুল শেখ ও ঊর্মি আক্তার দম্পতির মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, কয়েকদিন আগে ওই শিশু মাগুরা থেকে তার মা ঊর্মি আক্তারের সঙ্গে নানা বাড়ি মাদারীপুরে বেড়াতে আসেন। সকালে শিশু আফিয়া স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলিন আফরোজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। দীর্ঘক্ষণ পানিতে থাকায় নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসআইএইচ
