সাভারে আওয়ামী লীগের সমাবেশে নেতা-কর্মীদের ঢল

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসমাবেশ। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শুরু হয় এই সমাবেশ।
এদিকে সমাবেশ উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থল রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজের মাঠে জড়ো হয়ে থাকেন নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতা-কর্মীরা। তাদের অনেকেই রঙিন পোশাকে সজ্জিত হয়ে আসেন। পরিপূর্ণ সমাবেশস্থল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনের মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
এদিন সকাল থেকে সমাবেশ মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলাসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এসজি
