বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) আলাদাভাবে পৃথক স্থানে তারা এসব কর্মসূচী পালন করে।
বিকেল ৫টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল শেষে উড়াল সেতুর নিচে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল হোসেন রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল হোসেন রিপনসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এদিকে একইদিন দুপুর সাড়ে ১১ টায় শ্রীপুর পৌর আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ আয়োজনে বিক্ষাভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সমানে আলোচন সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহমেদ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আল মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম মোড়ল, নূরুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, আশরাফুল ইসলাম ওয়াসিমসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এএজেড
