শরীয়তপুর বিএনপির চার হাজার নেতাকর্মী ঢাকায়

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে শরীয়তপুরের ৪ হাজার নেতাকর্মীরা এখন ঢাকায় রয়েছেন। অনেক নেতাকর্মী গত বুধবার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) অধিকাংশ নেতাকর্মী পৌঁছে গেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে শরীয়তপুর থেকে ঢাকা বাস চলাচল স্বাভাবিক থাকলেও জায়গায় জায়গায় পুলিশ চেকপোস্ট বসিয়ে হয়রানি করছে নেতাকর্মীদের এমন অভিযোগ জেলা বিএনপির ৩ নং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদলের।
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির ৩ নং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল ঢাকা প্রকাশকে জানান, গত বুধবার থেকে শরীয়তপুরের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আজ শুক্রবার আনুমানিক ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী এখন ঢাকায় রয়েছেন। শরীয়তপুর থেকে ঢাকা আসার জন্য বাস চলাচল স্বাভাবিক থাকলেও পুলিশ চেকপোস্ট বসিয়ে নেতাকর্মীদের অনেক হয়রানি করছে। তারপরেও সকল বাধা বিপত্তি পেরিয়ে ১০ তারিখের সমাবেশ কে সফল করার উদ্দেশ্যে সকলে এসেছি।
তিনি আরও বলেন, আমাদের এই সমাবেশের জন্য সরকারের কাঁপুনি শুরু হয়ে গেছে। তাই আমাদের নেতাকর্মীদের আটক করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিভিন্নভাবে সমাবেশ বন্ধের জন্য তাদের পুলিশ লীগ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীকে আটক করছে। যত বাধা-বিপত্তি আসুক না কেন বিএনপির এই গণজোয়ার কেউ ডাবায় রাখতে পারবে না। আমাদের সমাবেশ আমরা সফল করবো ইনশাআল্লাহ এই সমাবেশের মধ্য দিয়েই এই স্বৈরাচার সরকারের পতন শুরু হবে।
এএজেড
