সুদে-আসলে ৫ লাখ দাবি, চাপে কৃষকের আত্মহত্যা

তিন বছর আগে কৃষি জমিতে চাষ করার জন্য এক সুদ কারবারির থেকে সুদে ৫ হাজার টাকা এনেছিলেন তিনি। তিন বছর পরে সেই সুদে আনা ৫ হাজার টাকার জায়গায় ৫ লাখ দাবি করে ২ বিঘা জমি দখল করেন ওই সুদ কারবারি। আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক কৃষক। এ ঘটনায় ওই সুদ ব্যবসায়ীর দেওয়া মানসিক চাপকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম বাবুল মল্লিক (৪৫)। তিনি মাদারীপুর ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের চিত্তর মোড় এলাকার রসরাজ মল্লিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল মল্লিক কৃষিকাজ করে পরিবারের ভরনপোষণ জোগাতো। তিনি তিন বছর আগে উপজেলার একই ইউনিয়নের হাকাই শিকদারের ছেলে লিটন শিকদারের (৩৫) কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে ৫ হাজার টাকা সুদে নিয়েছিলেন। বাবুল গরীব কৃষক হওয়ায় ৩ বছরে সেই সুদের টাকা পরিশোধ করতে পারেননি তিনি। এজন্য নিয়মিত তাকে চাপ দিচ্ছিলেন লিটন শিকদার। টাকা না পেয়ে সম্প্রতি সেই খালি স্ট্যাম্পে ৫ হাজার টাকার জায়গায় ৫ লাখ টাকা বসিয়ে বাবুল মল্লিকের ২ বিঘা কৃষি জমি দখল করে সুদ কারবারি লিটন শিকদার। এতে মানসিকভাবে ভেঙে পড়েন বাবুল। পরে শুক্রবার ভোর রাতে নিজ বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।
বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলি মল্লিক বলেন, ‘অভাবে পড়ে লিটন শিকদারের কাছ থেকে টাকা সুদে নিয়েছিল আমার স্বামী। আমরা গরীব হওয়ার সুদে আনা সেই ৫ হাজার টাকা দিতে পারি নাই। কিন্তু সেই ৫ হাজার টাকার জায়গায় ৫ লাখ বসাইয়া আমাদের জমি দখল করছে। এটা দেখে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে। আমরা লিটন শিকদারের বিচার চাই।'
এদিকে এ ঘটনা পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত লিটন শিকদার। এ বিষয়ে কথা বলার জন্য আজ সকাল ১১টার দিকে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, 'সকালে আমি বিষয়টি জানতে পেরেছি। তবে কি কারণে সে মারা গিয়েছে এখনো জানতে পারিনি। তার পরিবারের কোনও অভিযোগ থাকলে প্রশাসনের সাহায্য নিতে বলেছি।'
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন,'আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এসআইএইচ
