কিশোরগঞ্জে বিএনপির ৯৯ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ৯৯ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।
পাকুন্দিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফ রব্বানী বাদী হয়ে রবিবার (৪ ডিসেম্বর) মামলাটি করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭৫ জনকে আসামি করা হয়।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই গণসমাবেশের কর্মসূচি বানচাল করতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. মো. জালাল উদ্দীন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর রাত ৮টা ২৫ মিনিটে সড়ক অবরোধ করে মিটিং মিছিল করার সময় পুলিশ বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল ছুড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মোট ৮ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির ৩৩ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন মো. জালাল উদ্দীন। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, পাকুন্দিয়ায় ৮ জন, হোসেনপুরে ৭ জন, বাজিতপুরে ১০ জন ও করিমগঞ্জে ১ জন রয়েছেন।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলার বিভিন্নস্থানে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলায় অজ্ঞাতনামা আতঙ্কে মানুষ ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে আটক করে হয়রানি করা হচ্ছে।
এসজি
