পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র গায়েব, ২ পরিদর্শক বরখাস্ত
গাজীপুরের টঙ্গীতে পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ এইচএসসি কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
এ প্রসঙ্গে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আলাউদ্দিন মিয়া জানান, ৫২ জন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা শেষে ৫১টি উত্তরপত্র পাওয়া যায়। সাহাজ উদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের এক পরীক্ষার্থীর উত্তরপত্র খুঁজে না পাওয়ায় ওই পরীক্ষার্থীকে বাসা থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে পরীক্ষার্থী জানান সে উত্তরপত্র পরীক্ষার হলেই জমা দিয়েছে।
তিনি আরও জানান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৮০ জন। ওইদিন লিখিত পরীক্ষা শেষে গণনা করে একটি উত্তরপত্র কম (৭৭৯টি) পাওয়া যায়। যথাযথ নিয়মে কক্ষ পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা দিয়েই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেছে বলে ওই পরীক্ষার্থী জানায়। শিক্ষার্থীর উত্তরপত্র খোয়া যাওয়ার দায়-দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্র কর্তৃপক্ষের।
এ ব্যাপারে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনায় দুই পরিদর্শক আতিউর রহমান ও মনিরা খানমকে কারণ দর্শানো নোটিশসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন্দ্র সচিব ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ বিষয়টি শিক্ষা বোর্ডকে অবগত করেছে।
এসআইএইচ