বাবার মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
সাভারের আশুলিয়ায় বাবার মোটরসাইকেলে চড়ে বাড়ি যাওয়ার পথে ছিটকে পড়ে ট্রাকচাপায় ইব্রাহিম খলিল মাহাদী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম আশুলিয়ার কাঠগড়ার কুটুরিয়ার ফজলুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদ্রাসার আবাসিক ছাত্র। তার বাবা বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিসেবে উত্তরা থানায় কর্মরত আছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত কিশোরের বাবা মোটরসাইকেলযোগে তাকে নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে মাদ্রাসা থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা বাইপাল মোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহন তাদের মোটরসাইকেলটিকে চাপ দেয়। এ সময় মাহাদী বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অন্য একটি ট্রাকের (ঢাকা মেট্টোঃ ন-৯৪২০) নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হাকিম বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনার পরপরই ড্রাইভার আর হেলপার পালিয়ে গেছে। তাই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। নিহত শিশুটিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এসআইএইচ