আর্জেন্টিনার সমর্থকদের কোপে আহত ২

খেলা পরবর্তী সময়ে বাগবিতণ্ডার জেরে সৌদি আরবের দুই সমর্থককে কুপিয়ে জখম করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বক্তারপুর মোড় এলাকায় সবাই মিলে সৌদি আরব ও আর্জেন্টিনার খেলা দেখছিল। খেলার শেষের দিকে দুই কিশোর গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ২০-২২ জন কিশোর সৌদি আরব সমর্থক মেহেদী ও আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে আল-আমিনের শরীরে প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষত হয়েছে।
আরএ/
