জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এর বিরুদ্ধে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার (২২নভেম্বর) দুপুর ১২:০০ টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রীপুর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মাহবুবুল আলম মৃধার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডল।
প্রতিবাদ সমাবেশ সভায় আরও বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক, জয়নাল আবেদীন, কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহিউদ্দিন, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক সাইফুল ইসলাম, কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এনামুল কবির, কালিয়াকৈর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল জলিল, ফোরকান আলী আকন্দ সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা জাতীয় পার্টি, এডভোকেট জাকির হোসেন,সদস্য সচিব গাজীপুর জেলা জাতীয় যুব সংহতি, গাজীপুর জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মান্নান মিলন, আপেল মাহমুদ সভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, শ্রীপুর উপজেলা শাখা, গাজীপুর জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান সহ গাজীপুর জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডল তার বক্তব্য বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে যে চক্রটি সারাজীবন শৃংখলিত করে রাখতে চেয়েছে, সেই গোষ্ঠি এখন জি এম কাদের এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কন্ঠরোধ করা হচ্ছে। দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া মানে সাধারণ জনগণকে নিষেধাজ্ঞা দেওয়া।
এএজেড
