আশুলিয়ায় রাস্তার মাঝে গর্ত, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা
ঢাকার আশুলিয়ার একটি আঞ্চলিক সড়কের রাস্তার মাঝখানে একটি ভয়ানক গর্ত তৈরি হয়েছে। এতে করে প্রতিদিনই দুর্ঘটনায় স্বীকার হচ্ছে এই সড়কে চলাচলকারীরা। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা প্রকাশের চোখে পড়ে সিএ্যান্ডবি-আশুলিয়া সড়কের আশুলিয়া বাজার মোড়ের এই দৃশ্য।
সরেজমিনে দেখা যায়, আশুলিয়া বাজার মোড়ে রাস্তার মাঝখানের ড্রেনের স্লাব ভেংগে গিয়ে ওই গর্তটি হয়েছে। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকৃত রিকশা, মটর সাইকেল, ট্রাক-পিক আপসহ বিভিন্ন ধরনের যানবাহন প্রতিদিনই দুর্ঘটনার স্বীকার হচ্ছে। এতে করে আহত হচ্ছে অনেকেই, রয়েছে প্রাননাশের আশংকাও।
আশুলিয়া বাজার মোড়ের চায়ের দোকানি আব্দুল জলিল মিয়া ঢাকা প্রকাশকে জানান, রস্তার গর্তটি প্রায় একমাস ধরে রয়েছে। ড্রেনের উপরের স্লাবের উপর দিয়ে ট্রাক যাওয়ায় সময় স্লাবটি ভেংগে গিয়ে গর্তটি তৈরি হয়। ফলে প্রতিনিয়ত রিকশা, মটরসাইকেল গর্তে পড়ছে। কয়েকদিন আগে ইট ভর্তি একটি ট্রাক পড়ে গিয়েছিলো। এই গর্তে পড়ে প্রতিদিনই মানুষ আহত হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
তিনি আরও জানান, স্লাবটি অনেক নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে করা হয়েছিলো। তাই অল্পতেই ভেংগে গিয়েছে। এই রাস্তায় প্রতিদিন অনেক মালবাহী ট্রাক চলাচল করে। তাই স্লাবটি অনেক ভালোভাবে তৈরি করা উচিত ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড এর মেম্বার হেলাল বেপারী ঢাকা প্রকাশকে বলেন, স্লাবটি ড্রেনের ভিতর পড়ে গিয়েছিলো। আমি টাকা-পয়সা খরচ করে সেটি উঠিয়ে দিয়েছিলাম। পরে স্লাবটি ভেংগে যায়। এই রাস্তা দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে। তাই স্লাবটি মোটা রড দিয়ে বানাতে হবে।
আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে স্লাবটি বানানোর উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমি শুনেছি এলজিইডির লোকজন এসে মাপ নিয়ে গেছে। তাই আমি অতিদ্রুত তাদের সাথে কথা বলে স্লাবটি স্থাপনের ব্যবস্থা করবো।
এই বিষয়ে সাভার উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তরুন কুমার বৈধ্য ঢাকা প্রকাশকে বলেন, আমরা স্লাবটির মাপ নিয়ে এসেছি। অতিদ্রুত আশুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের সাথে কথা বলে স্লাবটি বসিয়ে রাস্তার গর্তটি ঢাকার ব্যবস্থা করবো।
এএজেড