গোসাইরহাটে মাছের খামারে কুমির
শরীয়তপুরের গোসাইরহাটে মাছের একটি খামার থেকে কুমির উদ্ধার করেছেন জেলেরা। গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার আলাওলপুর ইউনিয়নের গাইমারা এলাকায় কুমিরটি ধরা পরে। পরে কুমিরটিকে স্থানীয়রা ও জেলেরা ওই মাছের খামারে রশি ও শিকল দিয়ে বেঁধে রাখে।
স্থানীয়রা ও জেলেরা জানায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের গাইমারা এলাকায় খলিল কাজীর ৫০ বিঘা জমির ওপর একটি মাছের খামার রয়েছে। সেখানে মিঠা পানির কার্ব জাতীয় মাছের চাষ করা হয়। ওই খামারে একটি কুমিরের গর্তসহ কুমির দেখতে পাওয়া যায় শনিবার।
সোমবার জেলেরা কুমিরটিকে ধরতে গর্তের মুখে ফাঁদ পাতেন। রাত সাড়ে ৮টার দিকে জেলেরা কুমিরটিকে রশি ও শিকল দিয়ে বেঁধে ফেলেন। এর পর মাছের খামারের এক কোনে তা বেঁধে রাখা হয়।
ওই মাছের খামারের শ্রমিক হাসান সিকদার ও শফিক কাজী বলেন, আমরা কয়েক দিন ধরেই ওই কুমিরটিকে খামারে দেখতে পাই। পরে সোমবার দেখি খামারের এক পাড়ে গর্তের ভিতর দেখি বড় মাপের কুমির। এরপরে কয়েকজন মিলে ওই গর্তের মুখে ফাঁদ পেতে কুমিরটি ধরে ফেলি। এরপরে আমরা গোসাইরহাটের পুলিশকে জানাই।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির ঢাকা প্রকাশকে বলেন, কুমিরের বিষয়টি জানার সাথে সাথেই রাতে বন্য প্রানী সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তাদের ছবি ও ভিডিও পাঠাই। তারা ছবি ও ভিডিও দেখে বুঝতে পেরেছে। এটা নোনা পানির কুমির। এখন ঢাকা থেকে তাদের একটি প্রতিনিধি দল গোসাইরহাটে এসেছেন। তারা তদন্ত করছেন কিভাবে নোনা পানির কুমির মিঠা পানির মাছের খামারে এসেছে।
এএজেড