গাজীপুরে চলছে পতাকা বিক্রির হিড়িক
বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে গাজীপুরে চলছে পতাকা বিক্রির হিড়িক। গাজীপুর চৌরাস্তায়, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ উপজেলার বিভিন্ন দোকানে ও লম্বা বাঁশের সঙ্গে টাঙিয়ে ফেরি করে বিক্রি হচ্ছে ফুটবলের জনপ্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি,ফ্রান্স,পতুর্গাল,ইতালিসহ বেশ কয়েকটি দলের পতাকা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিশ্বকাপে অংশ নেয়া বিভিন্ন দলের পতাকা বিক্রি হচ্ছে। মৌসুমী ব্যবসায়ীরা শহরের অলিতে-গলিতে ফেরি করে পতাকা বিক্রি করছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে সমর্থকদের হাতে তাদের পছন্দের দেশ ও দলের পতাকা তুলে দিচ্ছেন। সমর্থকরাও তুলনামূলক কম মূল্যে প্রিয় দলের পতাকা পেয়ে খুশি হচ্ছে। যে যার মতো কিনে নিচ্ছে পতাকা।
কালিয়াকৈর উপজেলা পতাকা ব্যবসায়ী সাঈদ জানান, বেশ কয়েক দিন ধরে পতাকা নিয়ে মাওনাতে এসেছি। শুধু আমি একা নই। আমরা চারজন এসেছি। প্রশিকা মোড় এলাকার একটি ভাড়া বাসায় উঠেছি। সেখানে আপাতত বসবাস করে বিভিন্ন স্থানে পতাকা বিক্রি করে থাকি। আমাদের কাজই হচ্ছে ফেরি করে পতাকা বিক্রি করা। যখন যে উৎসব আসে সে অনুযায়ী আমরা পতাকা বিক্রি করে থাকি।
২১ ফ্রেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর বেশ ভালো পতাকা বিক্রি হয়। এর আগে বিশ্বকাপ ক্রিকেটে পতাকা বিক্রি করেছি। এখন বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষ্যে আমরা দেশের বিভিন্ন জেলায় পতাকা বিক্রি করবো। এতে যে লাভ হয় খেয়ে পড়ে ভালোই থাকে। পতাকা শেষ হয়ে গেলে ফোন দিলে আবার ঢাকা থেকে পতাকা পাঠিয়ে দেবে।
গাজীপুর চৌরাস্তা রাস্তায় ফেরিকরে পতাকা বিক্রেতা মাহবুব হাসান (২৯) বলেন,ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানিসহ কয়েকটি দেশের বিভিন্ন আকারের পতাকা রয়েছে তার কাছে। ছোট সাইজ ১০ টাকা। আকার ভেদে বিভিন্ন দাম রয়েছে। সবচেয়ে বড়টা ১০০ টাকা। বেচা বিক্রি ভালোই হচ্ছে বলে জানান তিনি।বেশি কিনছে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা। অনেকে আবার বড় বড় পতাকা খোঁজেন।
কয়েক জন বেদে সম্প্রদায়ের লোকজন পতাকা কিনে নিয়ে গেছে। শ্রীপুর চৌরাস্তার পতাকা বিক্রেতা সোহাগ(২৭) বলেন, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পতাকা বিক্রির একটা ভালো ব্যবসা হবে। তাই আগে ভাগেই বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি। ব্যবসা অনেক ভালো হচ্ছে।
মাওনা চৌরাস্তা উড়ালসেতু নিচে ফেরি করে পতাকা বিক্রেতা জিয়াদ (২৮) নামের আরেক ব্যবসায়ী জানান, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বিক্রি করি। অন্য বছরের চেয়ে এ বছর বিক্রি কিছুটা কম। তবে কয়েক দিন পরে হয়তো বেড়ে যাবে।
বাংলাদেশের পতাকা ৩০-১০০ টাকায়, ব্রাজিলে পতাকা ১৫০- ২৫০টাকায়, আর্জেন্টিনার পতাকা ১৩০-২২০টাকায়, জার্মানির পতাকা ১০০-১৩০ টাকা, স্পেনের পতাকা ১৪০ টাকা ও পর্তুগালের পতাকা ১০০ টাকায় বিক্রি করছি। কালিয়াকৈর উপজেলার রহিম বলেন, 'আমার পছন্দের দল আর্জেন্টিনা। ফেরিওয়ালা কাছ থেকে ৭০ টাকা দিয়ে একটা পতাকা কিনছি। বাঁশ দিয়ে বাসার সামনে গাছে টানাব।
শ্রীপুরে কলেজ পড়ুয়া শিক্ষার্থী আরাফাত কাজী বলেন, আমার পছন্দের দল ব্রাজিল। রাস্তায় পতাকা পেয়ে ১৫০ টাকা দিয়ে একটা কিনেছি। বাসার ছাদে টাঙাবো। মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ের আমতলা মাজারের অস্থায়ী বেদে ক্যাম্পের বাসিন্দা ফজলু হক বলেন,আমার মেসির খেলা ভালো লাগে।তাই আর্জেন্টিনার একটি পতাকা ১৫০ টাকা দিয়ে কিনে ক্যাম্পে বাঁশ দিয়ে টাঙিয়ে দিছি।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বকাপ শুরুর দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। অধীর অপেক্ষায় দিন গুনছেন ফুটবলপ্রেমীরা। আর এ উন্মাদনাকে আরো একধাপ বাড়িয়ে দিচ্ছেন মৌসুমী এসব পতাকা ব্যবসায়ীরা। তারা বিভিন্ন দেশের পতাকা নিয়ে হাজির হয়েছেন উপজেলা শহরে। প্রিয় দলকে সমর্থনের প্রস্তুতি হিসেবে পতাকা ও জার্সি সংগ্রহ করছেন। পিছিয়ে নেই বেদেরাও।
এএজেড