বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হলেন কলেজছাত্র

টাঙ্গাইলে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বাসচাপায় মারা গেলেন রাকিব (১৭) নামের এক কলেজছাত্র। এ সময় তার বন্ধু মোটরসাইকেলচালক রাহাত (১৭) গুরুতর আহত হয়। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের তুলা মিয়ার ছেলে এবং আহত রাহাত একই এলাকার ইমান আলীর ছেলে। তারা দুজনেই বড়চওনা কুতুবপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাকিব ও তার বন্ধু রাহাত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যায় সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কেই ছিটকে পড়েন তারা। এ সময় ঘাটাইলের সাগরদিঘীর যাত্রীবাহী একটি বাস পেছন থেকে এসে তাদের চাপা দেয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে এবং আহত রাহাতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় আহত রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত রাকিবের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাকিব ও রাহাত একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এসআইএইচ
