সংবাদ প্রকাশের পর ব্রিজের কাজ শুরু, এলাকাবাসীর ধন্যবাদ
ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর রড চুরি যাওয়া ধামরাইয়ের সেই ব্রিজের রেলিংয়ের কাজ শুরু হয়েছে। সংবাদ প্রকাশের পর কাজ শুরু হওয়ায় ঢাকা প্রকাশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ব্রিজের কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক।
এর আগে গত ১৯ অক্টোবর চেয়ারম্যানের ছেলের মধ্যস্থতায় পার পেল ব্রিজের রড চোর শিরোনামে ঢাকা প্রকাশে ধামরাইয়ের সুয়াপুর এলাকার শিয়ালকুল ব্রিজের রেলিং ভেঙ্গে রড চুরি করে বিক্রির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
নিউজ প্রকাশের ১২ দিনপর গত ১ নভেম্বর এই ব্রিজের কাজ শুরু হয়। ব্রিজের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে ঢাকা প্রকাশকে ধন্যবাদ জানাচ্ছে।
প্রসঙ্গত যে, ঢাকার ধামরাইয়ের সুয়াপুর এলাকার শিয়ালকুল ব্রিজের রেলিং ভেঙ্গে রড চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পরে আওলাদ নামের স্থানীয় এক যুবক। স্থানীয়রা অভিযোগ করলে এঘটনার তদন্ত করতে এসে ঘটনার সত্যতা পান উপজেলা এলজিইডির সার্ভেয়ার জাহাঙ্গীর আলম।
পরে সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিনের বড় ছেলে মোঃ হালিম উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীকে ওই ব্রীজের রেলিং নতুনভাবে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে আইনি প্রক্রিয়ায় যায়নি উপজেলা প্রশাসন। কিন্তু প্রতিশ্রুতির প্রায় তিনমাস পার হয়ে গেলেও মোঃ হালিম ব্রিজের রেলিং তৈরি করে দেয়নি।
এএজেড