নৌ ভ্রমণে গিয়ে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র
নরসিংদীর মেঘনা নদীতে নৌ-ভ্রমণে গিয়ে হাফেজ মো. গালিব (১৩) এবং মাহফুজ মিয়া নামে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। আর নিখোঁজের প্রায় একদিন পরও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে তল্লাশি শুরু করেছে ডুবুরি দল।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বশখালিপুর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ গালিব পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। অপর নিখোঁজ ছাত্র মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা এলাকার হারুন মিয়ার ছেলে। তারা দুজনই নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা গাবতলীর ছাত্র বলে জানালেন নিখোঁজ ছাত্র গালিবের বাবা আজিজুল হক।
নিখোঁজ ছাত্রদের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে মাদ্রাসা থেকে ছাত্র-শিক্ষকসহ প্রায় ৩২ জন মিলে বশখালিপুর এলাকার মেঘনা নদীতে নৌ-ভ্রমণে যায়। পরে সবাই নদীতে গোসলে নামে। গোসল শেষে সবাই নৌকায় উঠলেও গালিব ও মাহফুজ উঠতে পারেনি। তাদের ধারণা, পানির স্রোতে তারা দুজন ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে।
এব্যাপারে নরসিংদীর ফায়ার সার্ভিসের উপ সহকারী মো. নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। গভীর স্রোতের কারণে রাত ৯টা পর্ষন্ত তাদের কাউকে খুঁজে না পাওয়ায় স্থগিত করা হয়। আজ সকালে ঢাকা থেকে ডুবুরি দল নিয়ে তল্লাশি শুরু করা হয়। সাথে ফায়ার সার্ভিসের সদস্য ও নরসিংদীর করিমপুরের নৌ পুলিশ উদ্ধারের বিষয়ে কাজ করছে।
এসআইএইচ