যুবককে আটকে রেখে নির্যাতন, গ্রেপ্তার ১
মাদারীপুরের রাজৈরে রবিউল শেখ নামে এক যুবককে দুইদিন ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতনের অভিযোগে সুমন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুমন উপজেলার টেকেরহাটের ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। সুমন সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লার ক্ষমতাবলে এলাকায় দীর্ঘদিন যাবৎ টর্চার সেলের মাধ্যমে নির্যাতন কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার ঘোষালকান্দি গ্রামের মৃত খোকন শেখের ছেলে রাজমিস্ত্রি রবিউল শেখ জায়গা বিক্রি করবে বলে ক্রেতার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা বায়না নেয়। তখন তাতে নজর পড়ে সুমনের। পরে ভুয়া ইজিবাইক চুরির অপবাদ দিয়ে রবিউলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সুমন ও তার সহযোগীরা। তাকে ফাঁকা জায়গায় নিয়ে বেধড়ক মারধর করে তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। এরপর রবিউলকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার যাত্রাবাড়ি এলাকার একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনদিয়া ঘাট পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার চেয়ে শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টেকেরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন করে এলাকাবাসী। এর এক ঘণ্টার মধ্যে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় কালু, মিলন, শাহেনসহ একাধিক ব্যক্তি জানায়, সন্ত্রাসী সুমন এর আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। সুমন এলাকায় বড় মাদক কারবারি হওয়া সত্ত্বেও কেউ কিছু বলতে সাহস পায় না। এ ছাড়া টেকেরহাট সেতুর নিচে তার একটি টর্চার সেল রয়েছে বলে জানায় এলাকাবাসী।
অন্যদিকে সুমন বলেন, রবিউল ইজিবাইক চুরি করেছে। স্বীকার না করায় সবার সঙ্গে ভাই হিসেবে আমিও তাকে লাঠি দিয়ে কয়েকটি বাড়ি দিয়েছি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মানববন্ধনের এক ঘণ্টার মধ্যে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামি বর্তমানে কারাগারে আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসজি