ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর ফুটপাতে উচ্ছেদ অভিযান
ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের ফুটপাত লোকাল লেন দখলমুক্ত করতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম জিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাত ও লোকাল লেন দখল করা প্রায় ৫ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ঢাকাপ্রকাশ-এ 'ফুটপাত থেকে মাসিক অর্ধকোটি চাঁদা আদায়ের অভিযোগ' শিরোনামে এবং ২৬ সেপ্টেম্বর 'এসপির নির্দেশের পরও ফুটপাত দখলমুক্ত করেননি ওসি' শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করা হয়েছিল।
উচ্ছেদ অভিযানের বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম জিয়া ঢাকাপ্রকাশ-কে বলেন, শুধু থানা পুলিশের পক্ষে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব নয়। তাই আশুলিয়া থানা পুলিশ, সাভার হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা যদি সচেতন না হয় তাহলে এ অভিযান ফলপ্রসূ হবে না। তাহলে আজকে উচ্ছেদ করব, আগামীকাল আবার দখল হয়ে যাবে। কারণ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের যোগসাজশেই ফুটপাত দখল করে দোকান বসানো হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ, সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম, আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির, উপ-পরিদর্শক মো. ইউনুছ এবং ঢাকা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আমিনুল ইসলাম।
এসজি