ধামরাইয়ে জমির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঢাকার ধামরাইয়ে ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাট করা একটি জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে ধামরাই সদর ইউনিয়নের শরিফবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো-শরীফবাগ উত্তর পশ্চিমপাড়া এলাকার মো. রুবেল হোসেনের ছেলে মো. রাজু (৮) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রিয়াদুল (৮)। তাদের মধ্যে রাজু শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং রিয়াদুল শরিফবাগ প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল (মঙ্গলবার) বিকালে বাড়ির বাইরে খেলতে বের হয় দুই প্রতিবেশী শিশু রিয়াদুল ও রাজু। কিন্তু সন্ধ্যা পেরোলেও বাড়িতে না ফেরায় তাদেরকে খুঁজতে বের হয় পরিবারের সদস্যরা। পরে তারা স্থানীয় এক শিশুর কাছ থেকে জানতে পারে, পাশের একটি জমির চারপাশে বালুর বাঁধের ওপর খেলতে গিয়ে তার নিচু অংশে জমে থাকা পানিতে রিয়াদুল ও রাজুকে দেখেছে সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে সেই নিচু জমির পানিতে নেমে সেখান থেকে ডুবন্ত অবস্থায় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাট করা একটি জমিতে জমে থাকা পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া লাশের শরীরে কোনো আঘাতের দাগ নাই। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এসআইএইচ