সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মানিকগঞ্জে গ্রামীণ শক্তি ও গ্রামীণ সংস্থা সমবায় সমিতির মাধ্যমে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মীর্জা আব্দুল্লাহেল বাকী।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ রান ও লিলি বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। ৭টি মামলায় মাসুদ রানার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। ২১ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও আছে তার বিরুদ্ধে।
মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, ২০০৯ সালে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে গ্রামীণ শক্তি ও গ্রামীণ সংস্থা নামে দুটি সমবায় সমিতির নামে ঋণদান অফিস খুলেন মাসুদ রানা। প্রতি মাসে মোটা অংকের টাকা লাভ দেওয়ার নামে অসংখ্য মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আমানত সংগ্রহ করেন তিনি। একপর্যায়ে মানুষের টাকা পরিশোধ না করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।
তিনি আরও জানান, মানিকগঞ্জ থেকে পালিয়ে নতুন কার্ড বানিয়ে ময়মনসিংহে বসবাস শুরু করেন মাসুদ রানা। সেখানে আবার জনশক্তি নামে আরেকটি সমবায় সমিতির ব্যবসা শুরু করেন।
সিআইডির উপর মামলার তদন্তভার ন্যস্ত হয়। মামলার তদন্ত শুরু করেন সিআইডির ইন্সপেক্টর আসারুল ইসলাম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে ময়মনসিংহ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন মাসুদ রানা। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এসজি/