সোহাগ শমীম সন্ত্রাসী বাহিনীর হামলা, গ্রেপ্তার ৮
আশুলিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে এক বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলাসহ এক পরিবারের নারী ও কয়েকজনকে মারধর করে ঘড়বাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছল সোহাগ-শামীম বাহিনীর বিরুদ্ধে। বুধবার (১০ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার নবীনগর নিরিবিলি এলাকায় সেই বাড়িতে হামলা করে পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগ ও তার সন্ত্রাসী বাহিনী।
ঘটনার সময় ইউপি সদস্যের সন্ত্রাসী বাহিনী ও তার ভাই আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল আলম শামীমের অনুসারীরা বাড়ির জানালা থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর ও আলমারি থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। ভূক্তভোগী একজন জানায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিলে পুরো পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইউপি সদস্য সোহাগ ও তার ভাই শামীম।
এলাকাবাসী জানায় ভোর রাতে হামলা হপয়ায় তারা প্রথমে কেউ টের না পেলেও ভাংচুর ও চিৎকার চেচামেচি শোনা তারা ঘটনাযস্থলে পৌছিয়ে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পটে দুইজনের স্বাস্থ্যের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর ভুক্তভোগীদে দায়ের করা মামলায় প্রধান আসামি ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেপ্তারর করে আশুলিয়া থানা পুলিশ। মামলার অন্যান্য আসামিরা হলেন- রবিউল , তুহিন, ফাহিম, হাবিব, রনি, রেমেদ। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তাররের চেষ্টা চলছে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
এএজেড