মাদকে খাচ্ছে ভিক্ষার টাকা!
কেউ নিজের চিকিৎসা, কেউবা পরিবারের সদস্যদের চিকিৎসা অথবা ছেলেমেয়েদের পড়ালেখার খরচের কথা বলে ভিক্ষা করে। কিন্তু এই ভিক্ষার টাকা দিয়েই বেশিরভাগ ভিক্ষুক গাজা, হেরোইন, ড্যান্ডিসহ বিভিন্ন মাদক সেবন করে। সাভার-আশুলিয়ার গণপরিবহনে ভিক্ষা করে এমন প্রায় দশজন ভিক্ষুকের সাথে নিজের পরিচয় গোপন করে কথা বলে এমন তথ্য জানতে পেরেছে এই প্রতিবেদক।
ইমন আলী (১৬) সবাইকে বলে তার পরিবারের কেউ নাই। বাড়িঘরও নাই, যেখানে-সেখানে ঘুমায়। কিন্তু খোজ নিয়ে জানা গেছে তার মা-বাবা, ভাই-বোন সবাই আছেন। তার বাড়ি ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে। সে নিয়মিত হেরোইন সেবন করে। মাদকের টাকার জোগান দিতেই মূলত সে মিথ্যা কথা বলে ভিক্ষা করে।
ওসমান আলী (৩৮) পায়ের চিকিৎসার কথা বলে প্রায় ৭ বছর যাবৎ ভিক্ষা করছে। তার সাথে গোপনে কথা বলে জানা গেছে সে নিয়মিত হেরোইন সেবন করেন। দৈনিক ৮-১০ পুড়িয়া হেরোইন লাগে তার। হুমায়ুন (৩৪) নামের আরেক ভিক্ষুক নিজের কিডনি সমস্যার
কথা বলে ভিক্ষা করে। সে নিয়মিত গাজা সেবন করে। আরজু (৪৫) নামের এক ভিক্ষুক পা ভাংগার অভিনয় করে ভিক্ষা করে। কিন্তু তার পা ভাংগা নয়। সেও নিয়মিত গাজা সেবন করে।
সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাহউদ্দিন খান নঈম বলেন, ভিক্ষা করে সহজেই মাদক সেবনের টাকা জোগাড় করা যায়। তাই অনেক মাদকসেবি মাদকের টাকা জোগাড় করতে ভিক্ষা করছে। এতে সহজেই মাদকের বিস্তার ঘটছে। তাই এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এএজেড