রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কোথায় যাবেন কাছুয়ানী!

সারাদিন দুয়ারে-দুয়ারে ভিক্ষা করে রাতে ফিরে আসেন-পরিবার যেখানে থাকে। রাতের আশ্রয়ের ব্যাপারে অন্তত চিন্তাহীন ছিলেন কাছুয়ানী। কারণ, বাঁধে তার একটি ঘর আছে। গাদাগাদি করে হলেও রাতে ঘুমানোর জায়গা আছে! মাথা গোঁজার ঠাঁই আছে তার! কিন্তু সেই চিন্তাহীন জীবনে যেন বিনা মেঘে বজ্রপাত হলো! হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ড মাইকিং করে জানিয়ে দিল ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরাতে হবে! এখন কোথায় যাবেন কাছুয়ানী!

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বাঁধে সংসার কাছুয়ানী বেওয়ার। বয়স ৭০ ছুঁই ছুঁই। স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। একটি মেয়ে ছিল, তিনি এখন স্বামীর সংসারে। ছেলে কাশেম (২৫) কে নিয়ে ছেলের স্ত্রী আছমা ও দু’বছরের নাতিসহ তাদের সংসার।

শুধু কাছুয়ানী নয় ছবরুল, ছলিল, মোমেনা, মালেক, খালেক. মনির, রহিম সাধু, আক্কাস, আমিনুল, শহিদুলসহ প্রায় ৪০-৫০টি পরিবার ধরলার ভাঙনের শিকার হয়ে পরিবার নিয়ে কোথাও কোন মাথা গোজাঁর ঠাঁই না পেয়ে পাঁচ বছর ধরে বাঁধেই কোন রকমে একটি ঘর তুলে বাস করছিলেন। তারা এখন পরিবার নিয়ে কোথায় যাবেন- এই চিন্তায় পড়ে গেছেন! পানি উন্নয়ন বোর্ড ঘর-বাড়ি সরিয়ে নেওয়ার নিদের্শনা দিলে কাছুয়ানীসহ প্রায় অর্ধশতাধিক পরিবার চরম হতাশায় ভুগছেন!

সরেজমিনে উপজেলার চড়-বড়লই বাংলাবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, বাড়ি-ঘর সরানোর নির্দেশ পাওয়ার পর গত চার পাঁচ দিন ধরে চরম হতাশায় ভুগছেন ভিক্ষুক কাছয়ানীসহ অন্য পরিবারগুলো।

কাছুয়ানী বলেন, ‘আমরা এলা কনঠে যায় বাহে! কোন জমি-জমা নাই। বাঁধেই আমার ঠিকানা। এটাও যদি ভেঙে দেয় বা সরিয়ে ফেলতে হয় তাহলে আমরা কুনঠে যাবো। আমরার কি কুনু ব্যবস্তা হবি নে বাহে?’

স্থানীয় আশরাফুল নামে একজন শিক্ষক বলেন, ‘যারা ওয়াপদা বাঁধে ঘর তুলে বাস করছেন তাদের বেশিরভাগ ধরলার ভাঙনের শিকার। এ মুহূর্তে ঘরবাড়ি সরিয়ে নিয়ে তাদের যাওয়ার কোনো জায়গা নাই। সবাই গরীব-অসহায় ও দিনমজুর। প্রতিটি পরিবার আর্থিকভাবে অসচ্ছল। সবার চেয়ে কাছুয়ানীর অবস্থা বেশি খারাপ।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ‘যারা পানি উন্নয়ন বাঁধে ঘরবাড়ি ও বাজারসহ অবৈধ স্থাপনা তৈরি করে আছেন তাদের সরে যেতে বলা হয়েছে। দ্রুততম সময়ে সেখানে নতুন করে বাঁধ সম্প্রসারণের জন্য কাজ শুরু করা হবে।’ যাদের মাথা গোঁজার ঠাই নেই, সেই পরিবারগুলো কোথায় যাবে? কীভাবে তাদের বাসস্থান হবে এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান এখনও এ বিষয় নিদের্শনা পাওয়া যায়নি।’

/এএন

Header Ad
Header Ad

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ জনকে নিয়ে মুখ ঢেকে কেক কাটলেন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক  

ছবিঃ সংগৃহীত

৪ জানুয়ারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শহরে মোটরসাইকেলের ওপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের এই কেক কাটার আয়োজন করা হয়।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদের নেতৃত্বে কেক কাটায় ৭ নেতাকর্মী অংশ নেয়। তবে ছবিতে মামুন আহমেদের মাথায় টুপি ও মুখ মাফলার দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদের মুঠফোনে একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ, মামুন আহমেদকে সাধারণ সম্পাদক করে গঠিত গাইবান্ধা জেলা ছাত্রলীগের কমিটি ২০২১ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়।

Header Ad
Header Ad

গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবিঃ সংগৃহীত

গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এবং পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শনিবার (০৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের থেকে প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়েছে, 'বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এসেছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তারিখও ঘোষণা করা হয়েছিল। তাছাড়া পোষ্য কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও তা নিয়ে কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেনি। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে গুচ্ছ থেকে কুবি বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে এবং পোষ্য কোটা বাতিল করা হয়েছে এসংক্রান্ত লিখিত ঘোষণা দিবে। অন্যথায় প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে।'

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. পাবেল রানা বলেন, 'আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এসেছে এবং নিজস্ব পদ্ধতিতে সার্কুলারও প্রকাশ করা হয়েছে। এখন এই নাটকের মানে কি? কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে এবং পোষ্য কোটা বাতিল করে প্রশাসন কর্তৃক লিখিত ঘোষণা দিতে হবে। নতুবা আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।'

আরেক সমন্বয়ক মো: এমরান বলেন, 'অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কুবি প্রশাসন এবছরই গুচ্ছ থেকে বেরিয়ে একক পদ্ধতি ভর্তি পরীক্ষা নিবে এবং ভর্তি পরীক্ষার সার্কুলারও প্রকাশ করেছিল। কিন্তু নিউজের মাধ্যমে আমরা জানতে পারি এবছর ও কুবি গুচ্ছে থাকবে।প্রশাসনের নেওয়া এ ধরনের সিদ্ধান্তকে আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী বছর নয় এবছর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় একক ভর্তি পরীক্ষা নিতে হবে। গুচ্ছ সিস্টেমের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতা দিন দিন হারিয়ে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'এছাড়া পোষ্য কোটা বাতিলে জন্য আমরা প্রশাসনকে অবহিত করেছি কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এটারও কার্যকর কোনো পদক্ষেপ নেননি। কোটার ফলে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায় করা হয়।এবছরই গুচ্ছ থেকে সরে একক ভর্তি পরীক্ষা ও পোষ্য কোটা বাতিল না করলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো পাশাপাশি আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিব।'

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে গতকাল (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী জানান, কুবি গুচ্ছ পদ্ধতিতেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিবে। এ ঘোষণা গণমাধ্যমে প্রকাশের পর থেকেই বিভিন্ন সমালোচনার সৃষ্টি হতে থাকে।

Header Ad
Header Ad

বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড

ছবিঃ সংগৃহীত

হামজা চৌধুরীর মা বাংলাদেশি হওয়ায় তাকে নিয়ে আগে থেকেই বেশ আগ্রহ ছিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের। গেল ১৯ ডিসেম্বর এক ভিডিও বার্তায় হামজা জানান, বাংলাদেশের হয়ে খেলতে তার আর কোন বাধা নেই। এরপর থেকে এই দেশের ফুটবল প্রেমীরা আরও বেশি নজর রাখছেন হামজার দিকে।

লেস্টার সিটির হয়ে শুরুর একাদশে সুযোগ মিলছে না হামজার। অবশ্য হামজা সুযোগ পাচ্ছেন বদলি হিসেবে। ডিফেন্সিভ মিডফিল্ডার বা রাইটব্যাক হিসেবে নিজেকে অনেকটাই মেলে ধরেছেন বাংলাদেশের এই তারাক।

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু হয়েছে শীতকালিন দল-বদল। গুঞ্জন আছে এই শীতের দলবদলে বাংলাদেশি তারকা হামজাকে দলে পেতে আগ্রহী শেফিল্ড ইউনাইটেড।

বর্তমানে চ্যাম্পিয়নশিপে থাকা দলটি স্বপ্ন দেখছে এক মৌসুমের বিরতিতে প্রিমিয়ার লিগে ফিরে আসার। চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ দুই দল ২০২৫-২৬ মৌসুমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। শেফিল্ড সেই দৌড়ে ভালোভাবেই টিকে আছে।

হামজাকে শেফিল্ড দলে নিতে চায় ৬ মাসের লোনে। বাইআউট ক্লজ থাকবে কি না, তা অবশ্য এখনই জানাতে পারেনি ইংল্যান্ডের স্থানীয় গণমাধ্যমগুলো।

এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলতে গিয়ে তাদেরকে প্রথম বিভাগে টিকে থাকতে ভালোভাবেই সাহায্য করেছিলেন হামজা চৌধুরী।

এই মৌসুমে লেস্টার সিটিও সুবিধাজনক অবস্থায় নেই। ১৯ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে অবনমন অঞ্চলে। আজ লিগে লেস্টার সিটির খেলা আছে অ্যাস্টন ভিলার মাঠে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ জনকে নিয়ে মুখ ঢেকে কেক কাটলেন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক  
গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 
বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড
  যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় ৩ শতাধিক জিডি
ভারত সেভেন সিস্টার্সের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস
নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার ওপর: প্রধান উপদেষ্টা  
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি  
নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা  
কানাডায় নেওয়া যাবে না বাবা-মা ও দাদা-দাদিকে, স্পনসরশিপ বন্ধ ঘোষণা  
ইউরোপের ৮ দেশের ভিসা দিচ্ছে ঢাকার সুইডিশ দূতাবাস  
সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা শিক্ষার্থীদের  
পূর্ব শত্রুতা জেরে ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী
  অবশেষে বিয়ের গুঞ্জনে সীলমোহর দিলেন তাহসান
ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: শফিকুর রহমান
টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুতা নিক্ষেপ’ কর্মসূচি ঢাবি শিক্ষার্থীদের