বিরামপুরে মাদকসহ ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ১

বিরামপুরে মাদকসহ ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ১। ছবি: ঢাকাপ্রকাশ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চৌঠা সীমান্তে বিজিবি এক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মালামাল জব্দ করেছে। অভিযানে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ফেন্সিডিল ও জিরা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌঠা বিওপি’র টহল কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৯৬/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগানের মধ্যে অভিযান চালায়। এতে ১০,৮৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি জিরা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম নুর আলম শাহীন (৩৫), তিনি বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের সিজার মূল্য ১৬,৩৩,৫০০/- টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, আটককৃত আসামি, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিরামপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলাটি দায়ের করা হবে।
