লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, নেটিজেনদের ক্ষোভ

লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে রোজা না রাখায় কয়েকজন বৃদ্ধ ও যুবককে প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস করানোর ঘটনা ঘটেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে শহরের থানা রোডে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে নিয়ে রোজাহীন লোকদের খাওয়ার সময় প্রকাশ্যে শাস্তি দেন। তিনি কয়েকটি দোকানে ঢুকে রোজা না রাখা কিছু বৃদ্ধ-যুবককে ধরেন এবং তাদেরকে কান ধরিয়ে ওঠ-বস করানোর নির্দেশ দেন।
এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। ভুক্তভোগী বৃদ্ধ-যুবকরা লজ্জায় ঘটনাস্থল থেকে চলে গেলেও বণিক সমিতির নেতার এমন আচরণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ জানান, "রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। কিছু লোক রোজা না রেখে শামিয়ানা লাগানো দোকানে ঢুকে খাবার খাচ্ছিলেন, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। তাই তাদের শাস্তিস্বরূপ কান ধরিয়ে ওঠ-বস করানো হয়েছে।"
এ ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, "ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব, আর যদি কোনো ভুক্তভোগী অভিযোগ করেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
