চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষন অধিকার অভিযানে ব্যবসায়ীকে জরিমানা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি : ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা সংরক্ষন অধিকার অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা হয়েছে। লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে এ জরিমানা করা হয়।
বুধবার দুপুরে জেলার জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, এদিন বেকারী মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
![](https://admin.dhakaprokash24.com/media/content/images/2025February/dhaka-prokah-news-7-20250212174636.jpg)
এ সময় জীবননগর ইসলামপুর এলাকার আব্দুল হান্নানের মেসার্স আরিফ ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারিতে খাদ্য সামগ্রী তৈরি, অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও লাইসেন্স না থাকার অপরাধ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাকে দ্রুত লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলো ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)