টেকনাফে নৌকাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরতে যাওয়া ওই জেলেরা নাফ নদীর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছিলেন, এমন অভিযোগ উঠেছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন: মো. হাসান (নৌকার মাঝি), আবদু রকিম, মো. জাবের, মো. হাসান (একই নামের আরেক ব্যক্তি)
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তাদের ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”
এর আগেও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)