চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
চট্টগ্রাম কোতোয়ালী থানার সাবেক ওসি নেজাম উদ্দিন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতা-কর্মীদের রোষের মুখে পড়েছেন। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। এসময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা-কর্মীরা। পরে পাঁচলাইশ থানার সামনে অবস্থান নেয় তারা।
পুলিশ নেজাম উদ্দিনকে হেফাজতে নেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে মিছিল করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। নেজাম উদ্দিন বর্তমানে কুমিল্লা সিআইডিতে কর্মরত আছেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) রইছ উদ্দিন।
উপপুলিশ কমিশনার গণমাধ্যমকে বলেন, 'যতটুকু জেনেছি ওনার পরিবার চট্টগ্রামে থাকে। নেজাম উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে কোতোয়ালি থানায় ছিলেন। সে সময় কোনো কিছু নিয়ে বিরোধের সূত্র ধরে তাকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি।’
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা আড়াইটায় প্রাইভেট কারে পাসপোর্ট অফিসের সামনে আসেন নেজাম উদ্দিন। এ সময় তাকে দেখতে পেয়ে আশপাশে অবস্থান করা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছুটে এসে ঘিরে ধরেন। বাগবিতণ্ডার সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর মারধরের শিকার হন তিনি।
বিএনপির নেতাকর্মীদের বক্তব্য থেকে জানা যায়, আওয়ামী লীগের আমলে নেজাম উদ্দিন কোতোয়ালি ও বাকলিয়া থানার ওসি ছিলেন। তখন তিনি বিএনপির নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেন, বিনা কারণে গ্রেপ্তার করেন। এলাকায় নেতাকর্মীদের থাকতে দেননি নেজাম উদ্দিন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হয়। তাকে গ্রেপ্তার করার দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। তাদের ধারণা নেজাম উদ্দিন পালিয়ে যাওয়ার উদ্দেশে পাসপোর্ট–সংক্রান্ত কাজে ওই এলাকায় গিয়েছিলেন।