চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মহানগর আদালতে ১,৯১১টি মামলার নথি নিখোঁজের ঘটনা সামনে এসেছে। এ বিষয়ে রোববার (৫ জানুয়ারি) নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহানগর দায়রা জজ আদালতের কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট বারান্দায় বস্তাবন্দি অবস্থায় রাখা ছিল। জায়গার স্বল্পতার কারণে এগুলো মূল কার্যালয়ের বাইরে রাখা হয়। তবে আদালতের অবকাশকালীন ছুটির (১৩-৩১ ডিসেম্বর) মধ্যে এই নথিগুলো হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া নথিগুলোর মধ্যে হত্যা, মাদক, চোরাচালান এবং বিস্ফোরকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তথ্য রয়েছে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও এসব নথির কোনো সন্ধান পাওয়া যায়নি।
মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, নথি গায়েব হওয়ার বিষয়টি উদ্বেগজনক। কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
নথি নিখোঁজের ঘটনায় বিচারপ্রক্রিয়া ও মামলাগুলোর অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এই বিষয়ে দ্রুত তদন্ত ও দায়ীদের চিহ্নিত করার দাবি উঠেছে।