ফরিদপুর মেডিকেলে চিকিৎসকের ওপর ছাত্রলীগ কর্মীর হামলা
অভিযুক্ত মো. মোত্তাকিম। ছবি: সংগৃহীত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিন জোয়াদ্দার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় তার দুটি দাঁত ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে জরুরি অপারেশন করতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন জোয়ার্দারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শহর ছাত্রলীগ কর্মী মো. মোত্তাকিমের নেতৃত্বে ৬-৭ জন মুখোশধারী যুবক হেলমেট, হকি স্টিক, এবং এসএস পাইপ নিয়ে শাহীন জোয়ার্দারের ওপর হামলা চালায়। হামলায় চিকিৎসকের দুটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে জরুরি অপারেশন করতে হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোত্তাকিম ফরিদপুরের জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। এছাড়া, তিনি শহর ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত হয় হাসপাতালে সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অসাবধানতাবশত শাহীন জোয়ার্দার ও মোত্তাকিমের ধাক্কা লাগা নিয়ে। প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মোত্তাকিম তার সহযোগীদের নিয়ে ফিরে এসে শাহীন জোয়ার্দারকে মারধর করে।
এ ঘটনায় উত্তেজিত চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন। একজন সন্দেহভাজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলরুবা জেবা বলেছেন, “ডা. শাহীন জোয়ার্দার একজন সম্মানিত অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। প্রকাশ্যে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমাদের কাছে ঘটনার ভিডিও ফুটেজ আছে। আমরা আইনগত ব্যবস্থা নেব এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।”
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।