টাঙ্গাইলে গ্রামীণ ‘নারীদের রান্নার প্রতিযোগিতা’

গ্রামীণ নারীদোর রান্নার প্রতিযোগিতা।
সারি সারি বসানো হয়েছে চুলা। একটি, দুইটি বা তিনটি নয়, ১৯টি চুলাতে চলে রান্নার প্রতিযোগিতা। প্রতিটি চুলায় মাছ, মাংস, সবজি, ডাল ও বিভিন্ন ভর্তাসহ নানা ধরণের রান্নার এক কর্মযজ্ঞ শুরু হয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে এমন এক ব্যতিক্রমী রান্না করার প্রতিযোগিতার আয়োজন করা হয় টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের ছত্রপুর দক্ষিণ পাড়া এলাকায়।
এই রান্না প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় নারীরা। এতে রান্না করতে দেড় ঘণ্টা সময় বেঁধে দেয় আয়োজকরা। রান্না প্রতিযোগিতা দেখতে স্থানীয় শতশত উৎসুক জনতা ভিড় জমায়।
রান্না প্রতিযোগিতা দেখতে আসা স্থানীয় রওশন বেগম ও রিনা খাতুনসহ অনেকে জানান, জীবনে কখনো রান্না প্রতিযোগিতা দেখেনি। এই প্রথম দেখলাম। এখানে এসে ভালোই লাগল।
এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, স্থানীয় মোহাম্মদ খাদেম আলী, শাহজাহান আলী, সবুর আলী, মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ছবি ও ক্যাপশন:
