গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
। ছবি: সংগৃহীত
গাজীপুরে ঝুট মালামালের একটি গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি ছাপড়া মসজিদ এলাকায় কাউসার হোসেনের গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পাশে থাকা কবির হোসেনের গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিস মো. তাশারফ হোসেন জানান, খবরে পেয়ে সারাবো মর্ডান ফয়ার স্টেশনের দুইটি এবং কোনাবাড়ি মর্ডান ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।
এদিকে গোডাউন মালিক প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা দাবি করলেও তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে উল্লেখ করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।