টাঙ্গাইলে ট্রাক্টরচাপায় এক বৃদ্ধ নিহত
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মজনু মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে সখীপুর-ঢাকা সড়কের উপজেলার গ্যাসফিল্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
মজনু মিয়া উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী গ্রামের তোফান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে ঢাকাগামী একটি ট্রাক পথচারী মজনু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল লতিফ সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।