কক্সবাজারে ১ ট্রলারে ধরা পড়ল ১২ মণ টুনা মাছ
কক্সবাজারে ১ ট্রলারে ধরা পড়েছে ১২ মণ টুনা মাছ। ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনদিন আগে সাগরে মাছ ধরতে গিয়েছিলো আব্দুর রশিদ বদ্দারের ট্রলার ‘মায়ের দোয়া’। এই ট্রলারে জালেই ধরা পড়েছে ১২ মণ টুনা ফিশ। মাছগুলো দুইটি নৌকায় করে ট্রলার থেকে নামানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফেরেন ফিশিং ট্রলার মায়ের দোয়া। তারপর পাইকারি দামে একসাথেই বিক্রি করে দেন মালিক।
মায়ের দোয়া ট্রলারের মালিক আব্দুর রশিদ বদ্দার গণমাধ্যমকে জানান, ১২ মণ টুনা ফিশ পাইকারি দামে ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করেছি। আরও ইলিশ এবং অন্যান্য মাছও ধরা পড়েছে। এবার খুবই লাভবান হয়েছি। সব আল্লাহর রহমত। বৈরী আবহাওয়া না থাকলে আরও মাছ ধরা যেতো।
মাছগুলো কিনেছেন ব্যবসায়ী মোহাম্মদ আলম। তিনি বলেন, টুনা ফিশ এখনো তেমন পাওয়া যাচ্ছে না। বাজারে দামও একটু বেশি। একটা ট্রলারে ১২ মনের মতো টুনা ধরা পড়েছে শুনে এসে পাইকারি কিনে নিলাম। আমি আবার খুচরা বিক্রেতাদের বিক্রি করে দিবো।