ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ফরিদপুরে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হোমিওপ্যাথি কলেজের এক শিক্ষক নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত শিক্ষকের নাম সুব্রত কুমার দাস (৩৮)। তিনি ডা. দিলীপ রায় হোমিওপ্যাথি কলেজের প্রভাষক ছিলেন। নিহত সুব্রত কুমার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবাহা ইউনিয়নের নদীয়ার চাঁদ গ্রামের সুভাষ কুমার দাসের ছেলে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে যশোরগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে বোয়ালমারী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী সুব্রত দাস ঘটনাস্থলেই নিহত এবং অপর তিন যাত্রী আহত হন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।
এমএমএ/
