টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ২ ফার্মেসীসহ তিন ব্যবসায়ীকে জরিমানা
ছবি : ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলের কালিহাতীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ফার্মেসীসহ বিদেশি কসমেটিকের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০১ জুলাই) দুপুরে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় তদারকি অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আল।
তিনি জানান, কালিহাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মেসার্স মার্তৃ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসীকে ৫ হাজার টাকা ও আমদানীকৃত বিদেশি কসমেটিকসের মূল্য না থাকায় মা দূর্গা জেনারলে স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চালমান থাকবে।