সরকারি জলাশয় ভরাট করে প্রভাবশালীদের অবৈধ মার্কেট নির্মাণের পায়তারা

ছবি: ঢাকাপ্রকাশ
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত টাঙ্গাইলের সন্তোষে সরকারি জলাশয় ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের পায়তারার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষ পীর শাহাজামান মার্কেট ব্যবসায়ী সমিতি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, পীর শাহ্জামান মার্কেট ব্যবসায়ী সমিতির বর্তমান আহবায়ক ও ভাসানীর নাতি হাসরত খান ভাসানী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-আহবায়ক মাসুম আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা মার্কেট নির্মাণ বন্ধ করার জোর দাবি জানান। না হলে আরও বৃহত্তম আন্দোলনে যাবার ঘোষণা দেন।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, জায়গায়টি সড়ক ও জনপথ বিভাগের। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। আমরা সকল প্রকার আইনগত ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, গেল বছর ১২ মে জাতীয় ও স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে বাজার দখলে নিয়ে একাধিকবার সংবাদ হওয়ার পর প্রশাসনসহ বিভিন্ন মহলে নজরে আসলে ঊধ্বর্তন কর্তপক্ষের হস্তক্ষেপে মার্কেট নির্মাণের জন্য মাটি ভরাট সাময়িকভাবে বন্ধ হয়।
