বরগুনার টেংরাগিরি সংরক্ষিত বনে আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীর টেংরাগিরি সংরক্ষিত বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার টেংরাগিরি সংরক্ষিত বনের বেহুলা নামক অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন বনে ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন তালতলী বন বিভাগ। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বনবিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো নিশ্চিত হতে পারেনি বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানা যায় টেংরাগিরি সংরক্ষিত বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে উপজেলার বড় নিশানবাড়িয়া বিট অফিসার হায়দার হোসেন ও ফকিরহাট বিট অফিসার মোশারফকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অবহিত করা হয়। পরে সকলের সহযোগিতায় ট্রলার নিয়ে নদী পার হয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও বনবিভাগের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। নদী পার হয়ে এবং নদীতে ঢেউ থাকায় ওই সংরক্ষিত বনে যেতে আমাদের একটু সময়ের প্রয়োজন হয়েছে। তবে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণের পরেও বন বিভাগের লোকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও জানান তিনি।