গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। তাদেরকে রাজৈর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ডোমরাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহবনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল একটি মাইক্রোবাস। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির কারণেই ঘটে এ দুর্ঘটনা।
গ্লোবাল পরিবহনে থাকা এক যাত্রী বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। এর আগে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামক স্থানেও একটি দুর্ঘটনা ঘটিয়েছে বাসটি। সেখানেও একটি মাইক্রোকে চাপ দেয়। ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোটি একটি ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এরপরে আবারও দুর্ঘটনা ঘটায় মুকসুদপুরে।
মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শিতল চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার কাজ চলছে। পরে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।