ভুল প্রশ্নপত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত
ভুল প্রশ্নপত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০২৩ সালের পরীক্ষা নেওয়ার অভিযোগ তুলেছেন কয়েকশ’ শিক্ষক নিবন্ধন প্রত্যাশী পরীক্ষার্থী। শুক্রবার (১৫ মার্চ) কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এরপর থেকে পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা।
ভুক্তভোগী পরীক্ষার্থীদের কয়েকজন জানান, সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত পরীক্ষায় সাধারণ স্কুল পর্যায়ের পরীক্ষার প্রশ্ন বিতরণের বদলে দেওয়া হয় কারিগরি/ইবতেদায়ি বিভাগের প্রশ্ন। পরীক্ষার্থীরা এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় হলে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরদের (শিক্ষকদের) দৃষ্টি আকর্ষণ করলেও তারা বিলিকৃত ভুল প্রশ্নপত্রে পরীক্ষা চালিয়ে যান। এতে বিষয় ভিত্তিক পার্থক্য থাকার কারণে বিভ্রান্তিতে পড়েন পরীক্ষার্থীরা।
পরীক্ষার শেষে ভুক্তভোগীরা কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে উপস্থিত হয়ে বিষয়টির প্রতিবাদ করতে থাকেন।
ভুক্তভোগী শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী সুজন জানান, প্রথমে হল কর্তৃপক্ষ ভুল প্রশ্ন দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরীক্ষার শেষে দেখা যায়, সাধারণ স্কুল পর্যায়ের প্রশ্নের জায়গায় কারিগরি ইবতেদায়ি পর্যায়ের প্রশ্ন অদল-বদল হয়েছে। এতে ওই কেন্দ্রের ১০১, ৩১১, ৩১২ ও ৩১৩তম কক্ষের পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হন।
এ বিষয়ে কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজের অধ্যক্ষ রাজিয়া সুলতানা জানান, বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন। তিনি উপস্থিত হয়ে ব্যবস্থা নেবেন।
ঘটনাস্থলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, ‘বিষয়টি এনটিআরসি কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।’ তিনি পরীক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।