রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু, যাত্রীদের দুর্ভোগ

ছবি: সংগৃহীত

সিলেটে ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ছয়টা থেকে পুরো জেলায় শুরু হয় এ ধর্মঘট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে সাধারণ মানুষ।

শ্রমিকরা জানান, সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় শ্রমিকদের মুক্তি ও ২০২১ সালে নগরীর চৌহাট্টায় শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি তাদের। আজকের মধ্যে এ দাবি মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরো বিভাগজুড়ে ধর্মঘট করার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে মঙ্গলবার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ময়নুল ইসলাম জানান, সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে প্রতি মাসের ২০ থেকে ২২ তারিখ আসার পর গ্যাসের লিমিট শেষ হওয়ার কথা বলে বন্ধ রাখা হয়। এতে পরিবহনশ্রমিকেরা বিপাকে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা পরিবহনশ্রমিকদের যানবাহন নিয়ে রাস্তা দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে পরদিন কাজে যোগ দিতে পারছেন না। এ সমস্যা সমাধানের জন্য একাধিকবার জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে। এরপরও এর কোনো সুরাহা হয়নি।

তিনি আরও জানান, ২০২১ সালে সিলেট নগরের চৌহাট্টা স্ট্যান্ড নিয়ে শ্রমিকদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই ঘটনা আপস-মীমাংসার পরও মামলা চলমান। সেই মামলার সমাধান চান তারা। অন্য দাবির মধ্যে পরিবহনশ্রমিকদের রাজনৈতিক মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। দেখা গেছে, যে শ্রমিক ঘটনাস্থলে ছিলেন না, তাকেও মামলার আসামি করে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ওই শ্রমিককে জামিন দেওয়া হচ্ছে না। এসব মামলায় গ্রেপ্তার শ্রমিকদের জামিন চাচ্ছেন তারা।

দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮-২০ দিন পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফরে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়িগুলোর চালক। শুধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণরাও।

Header Ad
Header Ad

বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন

ছবি : ঢাকাপ্রকাশ

বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে চীন। এই প্রকল্পের আওতায় ঢাকাসহ চট্টগ্রাম ও উত্তরবঙ্গে একটি করে আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন চলছে। চলতি এপ্রিল মাসের মধ্যেই হাসপাতালের জন্য জমি চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।

চীনের এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও দেশে এসে পৌঁছেছে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা সরকার বাংলাদেশের জনগণের জন্য এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে। তিনি আরও জানান, খুব শিগগিরই চীনের একটি ২০০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

এর আগে গত ১৯ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। ওই সময় পররাষ্ট্র উপদেষ্টা কুনমিংয়ের অন্তত তিন থেকে চারটি শীর্ষস্থানীয় হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পূর্বাচলে পূর্ণাঙ্গ তৃতীয় স্তরের হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় জমি ও অন্যান্য সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত বাংলাদেশ। চীনা রাষ্ট্রদূত আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা করবে চীন।

চীন আরও জানিয়েছে, বাংলাদেশের জন্য সুদের হার কমানোর বিষয়টি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। পাশাপাশি পানিপ্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়ের বাস্তবায়ন পরিকল্পনাও স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে বেইজিং।

উল্লেখ্য, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সাথে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ভারত ঢাকায় তাদের হাইকমিশনের কর্মীদের প্রত্যাহার করে এবং সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ রাখে। এর ফলে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীরা বিপাকে পড়েন। ফলে দেশীয় হাসপাতালের পাশাপাশি অনেকেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন।

এ অবস্থায় চীনের এই বিনিয়োগ বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: সংগৃহীত

দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে ও দেশি-বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে আয়োজিত বিনিয়োগ সম্মেলন সফল হবে কি না, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশের মানুষের সহনশীলতা ও বিনিয়োগ সম্ভাবনা দেখে বিদেশিরা আশাবাদী। সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা।”

তিনি জানান, ১০০ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অঞ্চল চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সমুদ্রবন্দর বা বে-টার্মিনাল স্থাপনের জন্য বিদেশি কোম্পানি চূড়ান্ত করা হবে। বিডা চেয়ারম্যান বলেন, “ওয়ান স্টপ সার্ভিসের সব কার্যক্রম অনলাইনে আনার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে একটি ওয়েবসাইট থেকেই সব ধরনের লাইসেন্স ও অনুমোদন প্রদান করা হবে।”

তিনি আরও জানান, ট্রানশিপমেন্ট বাতিলকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত, কারণ এর ফলে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে আধুনিকীকরণের সুযোগ তৈরি হবে।

ব্রিফিংয়ে বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান বলেন, “এই সম্মেলনে মাত্র দেড় কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা এসেছে।”

এছাড়া ৬টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, সম্মেলনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেপালের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির নির্দেশনা দিয়েছেন।

Header Ad
Header Ad

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিবাদের প্রতীকী মুখাকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

তার নাম রবিউল ইসলাম রাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তদন্তে জানা গেছে, তিনি এক সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে সকালে সাংবাদিকদের বলেন, “আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই এই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

ঘটনাটি ঘটে শনিবার ভোরে, যখন চারুকলার সামনের খোলা চত্বরে রাখা ফ্যাসিস্ট প্রতীকী মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শান্তির প্রতীক পায়রার একটি মোটিফ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পুরো ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চারুকলার শিক্ষার্থীরা এবং নববর্ষ উদযাপনে সংশ্লিষ্টরা এই ঘটনাকে শান্তিপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে নাশকতা ও অপচেষ্টা হিসেবে দেখছেন। তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেডিকেল ইন্টার্নদের নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ফলক উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান 
দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় ১৫৬৩ ফিলিস্তিনিকে হত্যা
আলোচিত ভন্ডপীর হেডাম বাবা গ্রেপ্তার
ঢাকায় ‘মার্চ ফর গাজা’ ইতিহাসের পাতায় লেখা থাকবে:ফিলিস্তিন রাষ্ট্রদূত