মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

গাজীপুরে প্রেমিকের বাড়িতে কিশোরীর মৃত্যু, অতঃপর...

ফাইল ছবি

গাজীপুরে প্রেমিকের বাড়িতে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত কুলছুম কিশোরগঞ্জের তাড়াইল থানার শিমুলআডি কাওয়ালিপাড়া গ্রামের মাসুদ মিয়ার মেয়ে। মাসুদ ভবানীপুর এলাকার আরমান হালদার বাড়িতে স্ত্রী-মেয়েকে নিয়ে ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, কুলছুম ও আসাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার জুমার নামাজের পর কুলছুম আসাদের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আসাদের পরিবার।

আসাদের পরিবারের লোকজন জানান, মেয়েটি আসাদকে পছন্দ করতো। কিন্তু আসাদ রাজি না হওয়ায় তার ঘরে ঢুকে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কুলছুমের মায়ের দাবি, কুলছুমের বয়স মাত্র ১৩ বছর। আসাদের বয়স বেশি। সে বিভিন্ন সময় আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। শুক্রবার সকালে তারা আমার মেয়েকে বাসায় ডেকে নিয়ে হত্যা করে এবং আমাদের না জানিয়ে হাসপাতালে নিয়ে যায়। আর এখন তারা মিথ্যা ভালোবাসার নাটক সাজিয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহিম খলিল বলেন, আসাদের পরিবারের দাবি তার বাসায় গিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। আর কুলছুমের পরিবারের দাবি মেয়েটিকে ডেকে নিয়ে হত্যা করেছে। এ ঘটনায় প্রেমিক আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রকৃতি ঘটনা উদঘাটনের পর আসামিকে বিচারের আওতায় আনা হবে।

Header Ad
Header Ad

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। ছবি: সংগৃহীত

চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ গণমাধ্যমকে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছ পরীক্ষায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ।

অন্তত ৭টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা পদ্ধতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ পদ্ধতি অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ করেন ভর্তিপ্রার্থীরা। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারও ইউজিসি কার্যালয়ে জড়ো হয়ে দুটি গেট অবরোধ করেন তারা। তবে বৈঠকের পর সিদ্ধান্ত জেনে তারা গেট খুলে দেয়।

Header Ad
Header Ad

নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

ছবি: সংগৃহীত

কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। গত সোমবার রাতে কুমিল্লা সেনানিবাসে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে তৌহিদুল ইসলামের পরিবারের সদস্যরা বৈঠক করেছেন।

এসময় উপস্থিত ছিলেন তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ, স্ত্রী ইয়াসমিন নাহার, দুই ভাগনি মাহবুবা উদ্দিন ও সানজিদা আক্তার। পরিবারের সদস্যরা সেনাবাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা আরও বলেন, যাদের দ্বারা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তৌহিদুল ইসলামের ভাই সাদেকুর রহমান বলেন, “আমরা সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। পরে তারা আমাদের সঙ্গে দেখা করেছেন। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চেয়ে বিস্তারিত তুলে ধরেছি।”

আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার আগে ও পরের সব কিছু খুলে বলেছি। জিওসি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন, সেনাবাহিনীর যারা এই ঘটনায় জড়িত, তাদের বিচার সেনাবাহিনীর কোর্টে হবে এবং বাইরের যারা জড়িত, তাদের বিচার সাধারণ আদালতে হবে।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী এ ঘটনায় সর্বোচ্চ সহায়তা করবে, এবং আমরা তাদের আশ্বাসে সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি, যারা সরাসরি জড়িত, তাদের বিচার হবে। মিথ্যা অভিযোগকারীদেরও বিচারের মুখোমুখি হতে হবে।”

তৌহিদুল ইসলাম (৪০) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা ছিলেন এবং চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। তার স্ত্রী এবং চার মেয়ে রয়েছে। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার তৌহিদুলের বাবা মোখলেছুর রহমানের কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরদিন শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতদেহ পাওয়া যায়, যেখানে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সূত্রে জানা যায়, সেনাবাহিনী তৌহিদুলকে অচেতন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের কাছে হস্তান্তর করেছিল, এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Header Ad
Header Ad

১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব

১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব। ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় হয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই সাকিব অক্রিকেটীয় কারণে আর খেলতে পারছেন না। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা সেখানে নেই সাকিব।

খসড়া সেই তালিকায় ৩ ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সাথে আছেন জাকের আলী অনিক। আর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা।

শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন ৪ ক্রিকেটার। সেই তালিকায় আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়। ছবি: সংগৃহীত

ওয়ানডে ও টি টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রাহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। তবে শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। চ্যাম্পিয়নস ট্রফির পর রিয়াদ আর খেলবেন কিনা নিশ্চিত নয়, খেলা চালিয়ে গেলে তবেই তিনি থাকবেন চুক্তির আওতায়।

জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি টোয়েন্টির চুক্তিতেও আসছে বদল। গতবারের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। থাকছেন শেখ মেহেদী। তার সাথে যুক্ত হচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

তবে এবার একটা বিশেষ ক্যটাগরি প্রস্তুাব করতে যাচ্ছে নির্বাচকরা। যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম আর জাতীয় চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। সম্ভাব্য ১ থেকে সোয়া লাখ টাকা। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মামুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব
সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা
ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা
আগামী বছর থেকে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা
প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ
মোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ, আগামী সপ্তাহেই বৈঠক
লায়লাকে হত্যাচেষ্টা, টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত
প্রেস সচিবের দাওয়াতে ময়ুখ জানালো বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস, ফিন্নি খাবেন
জাবিতে ইন্টারনেট কর্মীর রহস্যজনক মৃত্যু  
দেশে অবৈধ ৫০ হাজার বিদেশির মধ্যে ১৫ হাজার দেশ ছেড়েছেন  
গুমের ঘটনার তদারকিতে শেখ হাসিনা : এইচআরডব্লিউ এর তদন্ত প্রতিবেদন  
সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র