জানাজা নামাজে যেতে ট্রাক চাপায় লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ

ঢাকাপ্রকাশ ফাইল ।
টাঙ্গাইলের ঘাটাইলে আত্মীয়ের জানাজা নামাজে যাওয়ার পথে ড্রাম ট্রাকের চাপায় টিটু খাঁ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সালেংকা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টিটু খাঁ উপজেলা লোকের পাড়া এলাকার মৃত হিটলার খার ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক।
আহতরা হলেন- একই এলাকার সাইফুল ইসলাম (৬৫) ও বৃদ্ধা নারী নুরজাহান (৭৫)।
স্থানীয় ও স্বজনরা জানায়, সকালে তাদের এক আত্মীয়র জানাজা নামাজে অংশ নিতে নিজ অটো নিয়ে চালক টিটু খাঁ কয়েকজন নিয়ে নাটশালা যাচ্ছিল। পথিমধ্যে সালেংকা মোড়ে পৌঁছালে ড্রাম ট্রাকের সাথে অটোর সংঘর্ষ হয়।এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই অটো চালক টিটু খাঁ মারা যান, দুই যাত্রী আহত হন।
এরপর স্থানীয়রা আহত সাইফুলকে পাশ্ববর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও নুরজাহান বেগমকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঢাকা প্রকাশকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তারা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
