চাঁপাইনবাবগঞ্জে মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু
সাদিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদরে মসজিদে নামাজের সময় সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সাদিকুল ইসলাম (৬০) নামে এক মুসল্লি।
সোমবার (৮ জানুয়ারি) নয়নশুকা জামে মজজিদে জোহরের সুন্নাত নামাজ পড়ার সময় মারা যান তিনি।
জানা গেছে, সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের জোড়বাগান এলাকার মৃত ভুলু মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
সাদিকুল ইসলামের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, আমার ছোট ভাই প্রতিদিনের মতো নামাজ পড়তে মসজিদে যায়। কিন্ত আজ জোহরের নামাজের প্রথম চার রাকাত সুন্নাত নামাজ পড়ার সময় সিজদাহ্ থেকে আর মাথা উঠাননি। পরে মসজিদের অন্যান্য মুসল্লিরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।