কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের ‘হানা’, সংঘর্ষে আহত অন্তত ১৫
ছবি: সংগৃহীত
কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য ও বিএনপির ১০/১২ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মনোহরপুর এলাকায় সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার ও রোববার ভোটের দিন হরতাল সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নগরীতে মিছিলের কর্মসূচি ছিল। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে মিছিল বের করলে নেতা-কর্মীরা নগরীর মহিলা কলেজের সামনে জড়ো হতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিমতলী থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এ ঘটনায় পুলিশের তিন সদস্য ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ১৫ জন আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরান বলেন, “নাশকতার উদ্দেশ্য বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। যেসব পুলিশ সদস্য আহত হয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা শেষে কাজে ফিরেছেন।”
তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে সন্দেহজনক দুজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”