গাইবান্ধায় ৪০ বোতল ফেন্সিডিল সহ ০১ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ ডিবি পুলিশের এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাইবান্ধা জেলার পুলিশ অফিসার ও ফোর্স গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভাধীন ০২ নং ওয়ার্ড এর সাদুল্লাপুর মোড় ও গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মৃত মকবুল শেখ ছেলে আসামী মো: রাজু শেখ (৩১) কে আটক করে।
উক্ত ঘটনায় আসামীকে তল্লাশী করে তার হেফাজত হতে ডান হাতে থাকা বাজারের ব্যাগের ভিতর কাঠের তৈরী ডিশের তার রাখার ফ্রেমের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক আলামত হিসেবে জব্দ করে।