গোবিন্দগঞ্জের নতুর উপজেলা নির্বাহী অফিসার মোঃরাসেল মিয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) মোঃরাসেল মিয়া। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত ।
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করছেন মোঃরাসেল মিয়া। গত ২৭ আগস্ট রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।
গোবিন্দগঞ্জের আগের নির্বাহী অফিসার মোঃআরিফ হোসেনের জায়গায় যোগদান করবে তিনি । অপর এক প্রজ্ঞাপনে মোঃআরিফ হোসেনকে এডিসি হিসাবে নাটোর জেলায় বদলি করা হয়।
মোঃরাসেল মিয়া এর আগে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৯ জানুয়ারি থেকে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন । দেড় বছর দায়িত্ব পালন করার পর তাকে বদলি করা হলো।
