কক্সবাজারে ইয়াবাসহ সস্ত্রীক এপিবিএন কর্মকর্তা আটক
কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবসহ এপিবিএন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার স্ত্রীকে আটক করেছে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রীণলাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত উপ-পরিদর্শকের নাম রেজাউল করিম। তিনি সিরাজগঞ্জের সমেশপুরের মৃত আলতাফ হোসেনের ছেলে। তাঁর স্ত্রীর নাম মলিনা পাশা।
এ ব্যাপারে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। যাওয়ার সময় ইয়াবাগুলো কৌশলে ঢাকায় পাচারের জন্য মজুদ রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের নির্দেশে কলাতলী ডলফিন মোড়ের গ্রীন লাইন কাউন্টার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, আটক রেজাউল নিজেকে ১৬ এপিবিএনের উপ-পরিদর্শক হিসেবে দাবি করছেন। জিজ্ঞাসাবাদে সে টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আছেন বলে জানায়।
এ বিষয়ে জানতে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুরের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এসআইএইচ