মিয়ানমারে ‘মানুষ বন্ধক’ রেখে দেশে মাদক আনতেন তারা
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ৪০ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। মিয়ানমারে মানুষ বন্ধক রেখে মাদকের ডিলারের কাছ থেকে মাদক এনে দেশে পাচার করতেন তারা।
মঙ্গলবার (১৬ মে) রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আল মাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১৭মে) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজমপাড়ার মৃত সালেহ আহমদের ছেলে জাকির আহমেদ প্রকাশ জাকির (৩৯) ও একই এলাকার নুরুল বশরের ছেলে মো. ইসমাইল (৩৫)।
আবু সালাম চৌধুরী জানান, গত ১৫ জানুয়ারি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, জসিম উদ্দিন নামের এক যুবককে নির্যাতন করছেন মিয়ানমারের এক ইয়াবা ডিলার। ভিডিওতে জসিম নিজেই জানান, টেকনাফ সদর হাজমপাড়ার জাকির নামের এক ইয়াবা কারবারি তাকে মিয়ানমারের ইয়াবা ডিলারের কাছে বন্ধক রেখে ২৫ লাখ টাকার ইয়াবা নিয়ে আসেন। পরে ইয়াবার টাকা পরিশোধ না করায় মিয়ানমারের ইয়াবা ডিলাররা তাকে মারধর করেন। শারীরিক নির্যাতনের এ ভিডিও প্রকাশের পরই সংশ্লিষ্ট মাদক কারবারিরা আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জাকির ও তার সহযোগী ইসমাইলকে আটক করে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় তাদের তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী আরও জানান, জাকিরের বিরুদ্ধে মাদক কারবারিতে জড়িত থাকার অপরাধে টেকনাফ থানায় ৫টির বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
এসজি